Tuesday, July 16, 2013

মালয়শিয়া ভিসা চেক

সিঙ্গাপুরের ভিসা
আমাদের দেশ হতে প্রতিদিন অসংখ্য লোক বিদেশে ওয়ার্কপারমিট নিয়ে চাকুরিতে যাচ্ছে। যারা বিদেশে চাকুরী নিয়ে যাচ্ছেন তার বিরাট একটা অংশ গ্রামের। গ্রামের নিরিহ মানুষের প্রযুক্তি সম্পর্কে ধারণা কম থাকায় সুযোগ নিচ্ছে আমাদের দেশেরই কিছু অসাধু আদম ব্যবসায়ী। এই দু’দিন আগের কথা আমার পাশের বাড়ির একটা ছেলে নিজের ভিটে মাটি বিক্রি করে দালালের হাতে তুলে দেয় সাড়ে পাচলক্ষ টাকা সাইপ্রাস নিবে বলে । বেচারাকে মালেশিয়া নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে। এমনি করে প্রতিদিন কত মানুষযে প্রতারণার শিকার হচ্ছে তার কোন হিসাব নেই। আজ আমি আপনাদের ষ্টেপ বাই ষ্টেপ দেখাব কিভাবে সিঙ্গাপুরের ওয়ার্কমিট, আই.পি, জাল, আসল, ভিসা চেক কারতে হয়।
প্রথমেই আপনি এখানে ক্লিক করুন।
  পেজটি ওপেন হলে মার্ক করা স্থানে I Agree তে ক্লিক করুন। নতুন পেজ আসবে।
 এই পেজের বামদিকে দেখুন Work permit validity/application status যা ছবিতে মার্ক করে দেখানো হয়েছে। আরেকটি পেজে রি-ডাইরেক্ট হবে। 
 এখানে আপনি passport সিলেক্ট করে পাসপোর্ট নাম্বার ও পাসপোর্ট হোল্ডারের নাম লিখে Next চাপুন। নতুন পেজে রি-ডাইরেক্ট হবে।
 এখানে আপনাকে ৪টি অপশনের যে কোন একটি বেছে নিয়ে ফিলাপ করতে হবে। আপনি সবচেয়ে সহজ অপশনটাই বেছে নিন। আপনি ৩নম্বর অপশনটা বেছে নিয়ে ফিলাপ করে সাবমিট করুন। পেজ রি-ডাইরেক্ট হয়ে আপনার রেজাল্ট দেখাবে।

 দুবাই ভিসা কিভাবে চেক করবেন :

বর্তমানে আমাদের দেশ হতে প্রচুর লোক দুবাই যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সিতে টাকা জমা দিয়ে বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছেন যেমন আপনার ভিসা হয়ে গেছে বলে টাকার জন্য চাপ প্রয়োগ করা বা জাল ভিসা দিয়ে বিদেশে পাঠিয়ে দেয়াএসব প্রতারকদের প্রতারণা হতে একটু সচেতন হলেই আমরা বেঁচে যেতে পারিআপনার ভিসা হয়েছে বলে যে পেপারটি আপনাকে ধরিয়ে দিল তা আপনি ঘরে বসেই যাচাই করে নিন সেটা আসল না নকলতো আসুন দেখে নেই কিভাবে দুবাইর ভিসা চেক করবঃ ক্লিক করুন। 
  পেজটি ওপেন হওয়ার পরে নীচের ছবিতে দেখানো 

বটনে ক্লিক করুন

NO সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন
নতুন আরেকটি পেজ আসবে


উপরের ছবিতে দেখানো ছকগুলো পুরণ করুন, ড্রপডাউন ম্যানু হতে আপনার কান্ট্রি সিলেক্ট করুনমোবাইল নাম্বার না দিলেও হবেনেক্সট ক্লিক করুন
দেখুন নীচের ছবির মত আপনার যাবতী তথ্য চলে আসছে
ধন্যবাদ সবাইকেভাল থাকুন, । 

 লিবিয়ার ভিসা চেক করার জন্য এখানে ক্লিক করুন

এখন মূলপাতার দিকে লক্ষ্য করুন
 
চিত্র- ১
লাল গোল চিহ্নিত ঘরে পাশপোর্ট নম্বর লিখুনমনে রাখবেন শুধুমাত্র ইংরেজিতে লিখবেনএবার তীর চিহ্নিত Submit ঘরে ক্লিক করুননতুন পেজ আসা পর্যন্ত অপেক্ষা করুন
কোনরূপ ভিসা পেয়ে থাকলে সেই ইনফরমেশন (Information) পেয়ে যাবেনআর যদি ঐ পাশপোর্টে লিবিয়ার ভিসা না হয়ে থাকে তবে এমন একটি পেজ আসবেচিত্রের দিকে লক্ষ্য করুন
চিত্র-২
আশাকরি আপনারা সফলভাবে কাজটি করতে পারবেনকোন সমস্যা হলে আমাকে জানানোর আগে নিজে নিজে চেষ্টা করে দেখুনআশাকরি সফল হবেন

ভিসা চেক করার লিংক


তানজানিয়া www.tanzania.go.tz
কাতার  http://www.moi.gov.qa/site/english
কুয়েত www.moi.gov.kw
পাকিস্তান http://www.moitt.gov.pk/
সৌদি আরব http://www.moi.gov.sa
দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae
মিশর  http://www.moiegypt.gov.eg/english/
বাংলাদেশ www.moi.gov.bd
সাইপ্রাস http://moi.gov.cy/
১০
নেপাল http://www.moic.gov.np/
১১
আলবেনিয়া http://www.moi.gov.al/
১২
জামবিয়া http://www.moi.gov.gm/
১৩
জর্দান http://www.moi.gov.jo/
১৪
ইন্ডিয়া http://labour.nic.in/
১৫
কেনিয়া www.labour.go.ke/
১৬
ইটালী http://www.labour.gov.on.ca/english
১৭
সিংগাপুর www.mom.gov.sg/
১৮
গ্রীস http://www.mddsz.gov.si/en
১৯
শ্রীলংকা http://www.labourdept.gov.lk/
২০
দক্ষিণ আফ্রিকা www.labour.gov.za/
২১
ইরান http://www.irimlsa.ir/en
২২
গানা http://www.ghana.gov.gh
২৩
তাইল্যান্ড www.mfa.go.th
২৪
বাহরাইন www.mol.gov.bh
২৫
ভূটান www.molhr.gov.bt/
২৬
কলমবিয়া www.labour.gov.bc.ca/esb/  www.gov.bc.ca/citz
২৭
কানাডা www.labour.gov.on.ca/english/ www.cic.gc.ca
২৮
বারবাডোস www.labour.gov.bb/
২৯
কোরিয়া www.moel.go.kr/english
৩০
জাপান www.mhlw.go.jp/english/
৩১
সাইপ্রাস http://www.mfa.gov.cy
৩২
ভিয়েতনাম  english.molisa.gov.vn/
৩৩
নিউজিল্যান্ড www.dol.govt.nz/
৩৪
নামিবিয়া www.mol.gov.na/
৩৫
মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬
মায়ানমার www.mol.gov.mm/
৩৭
লেবানন http://www.labor.gov.lb/
৩৮
পোল্যান্ড www.mpips.gov.pl/en
৩৯
ইংল্যান্ড www.ukba.homeoffice.gov.uk
৪০
বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en
৪১
আমেরিকা www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/
৪২
স্পেন www.mtin.es/en
৪৩
ইউক্রেইন http://www.mlsp.gov.ua
৪৪
উগান্ডা http://www.mglsd.go.ug
৪৫
পেলেস্তাইন www.mol.gov.ps/
৪৬
ব্রুনাই http://www.labour.gov.bn/
৪৭
ইয়ামেন http://www.dol.gov/
৪৮
নেদারল্যান্ড http://english.szw.nl/
৪৯
জামবিয়া www.mlss.gov.zm
৫০
অষ্ট্রেলিয়া http://www.workplace.gov.au/
৫১
জিমবাবুয়ে http://www.dol.gov
৫২
ফিলিফাইন www.dole.gov.ph/
৫৩
মালয়েশিয়া www.mohr.gov.my
৫৪
রাশিয়া http://www.labour.gov.on.ca
৫৫
ভারতীয় ভিসা আবেদন : http://www.indianvisaonline.gov.in/visa/


৫৬দুবাই : http://www.mol.gov.ae/arabic/newindex.aspx


৫৭কানাডা : http://www.cic.gc.ca/english/index.asp

৫৯ওমানের ভিসা : http://www.rop.gov.om
৬০আবুধাবী ( দুবাই), http://www.mol.gov.
৬১
বাহরাইন http://www.markosweb.com/www/mol.gov.sa/=
৬২
সৌদি আরব, http://www.labour.gov.on.ca/english/=  
৬৩
কানাডা, http://www.mol.gov.hu= হাঙ্গেরী
৬৪সংযুক্ত আরবআমিরাত : http://www.mol.gov.ae/ownersservices/employeeCredential.aspx
৬৬U.A.E ভিসা চেক করার লিঙ্ক হল —– http://www.mol.gov.ae/ownersservices/employeeCredential.aspx
 http://www.mol.gov.ae/indexEng.aspx
http://www.mol.gov.bh/mol/default.aspx

http://www.markosweb.com/www/mol.gov.sa

http://www.labour.gov.on.ca/english

http://www.mol.gov.hu

৬৭
ভাই, সিঙ্গাপুরের ভিসা চেক দিতে চাইলে এই লিঙ্ক টি ব্যবহার করতে পারেনলিঙ্কটি হল https://wponline.mom.gov.sg/WPOLLoginController?action=WPOLLoginAct... .
http://ednrd.ae/portal/pls/portal/INIMM_DB.DBPK_VISAVALIDITY.Query_...

৬৮অথবা
Entry Permit চেক করার জন্য http://www.moi.gov.ae

2 comments:

kazi khairul said...

ভাই অনেক টেরাই করছি কাজ হয়না এই নাম্বার আসে ৬২.১৪০.৭৩.২০৬ আশে পৃছ ২নাম্বার আসে আমি এখন কি করবো রাইট না রঙ্গ ।

Anonymous said...

How to play with the Baccarat Wheel - Worrione
Playing the Baccarat Wheel is a simple game with no introduction. Instead, this is a quick 바카라 and หาเงินออนไลน์ easy way to win big. The objective is to win a lot. The 바카라